শনিবার (২৩ নভেম্বর) রাতে নিজ বাসভবনে ঘুমের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি।
তিনি ফেসবুক পোস্টে জানান, আপাতত মোবারক হোসেন খানের মরদেহ বারডেম’র হীমঘরে রাখা হয়েছে। মোবারক হোসেন খানের দুই ছেলে দেশের বাইরে অবস্থান করছেন। তারা দেশে ফেরার পর মরহুমের জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে।
১৯৩৮ সালের ২৭ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামের সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন মোবারক হোসেন খান। তার বাবা ওস্তাদ আয়েত আলী খাঁ প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী। তার চাচা ওস্তাদ আলাউদ্দিন খাঁ উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ। ছয় ভাইবোনের মধ্যে মোবারক হোসেন খান সবার ছোট। তার বড় তিন বোন- আম্বিয়া, কোহিনূর ও রাজিয়া এবং বড় দুই ভাই প্রখ্যাত সংগীতজ্ঞ আবেদ হোসেন খান ও বাহাদুর হোসেন খান।
মোবারক হোসেন খান দীর্ঘদিন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। সংগীতে অসামান্য অবদানের ১৯৮৬ সালে একুশে পদক, ১৯৯৪ সালে স্বাধীনতা দিবস পুরস্কার এবং ২০০২ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন গুণী এই সংগীত ব্যক্তিত্ব।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
ওএফবি