ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

‘দাবাং ৩’ প্রচারে ‘বিগ বস’র মঞ্চে সালমান-সোনাক্ষীরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
‘দাবাং ৩’ প্রচারে ‘বিগ বস’র মঞ্চে সালমান-সোনাক্ষীরা

সপ্তাহের শেষ দিনে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’র মঞ্চে উপস্থিত হলেন ‘দাবাং ৩’র তারকা সালমান খান, সোনাক্ষী সিনহা, প্রভুদেব ও সাঈ মাঞ্জরেকর। বিগ বসের উপস্থাপক সালমান খান তার দলকে নিয়ে উপস্থিত হয়ে ‘দাবাং ৩’ দেখার জন্য দর্শকদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিলেন। সিনেমাটি আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে।

‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘দাবাং ৩’ চলতি বছরের অন্যতম বহু প্রতীক্ষিত সিনেমা। জনপ্রিয় অভিনেতা কিচ্ছা সুদীপ সিনেমাটিতে ভিলেনের চরিত্রে অভিনয় করছেন।

অপরদিকে আরবাজ খান অভিনয় করবেন তার মাখি চরিত্রেই।  

‘দাবাং ৩’র অন্যতম বিষয় হলো এতে সুপারস্টার সালমান খান শুধুমাত্র মূল অভিনেতাই নন, বরং এর গল্পও লিখেছেন তিনি। চিত্রনাট্যে রচনায় তার সঙ্গে যোগ দিয়েছেন প্রভুদেব, দিলিপ শুক্লা ও অলোক উপাধ্যায়।  

দেখে নিন ‘বিগ বস ১৩’র মঞ্চে উপস্থিত ‘দাবাং ৩’ তারকাদের:

সালমান খান ও সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা

‘দাবাং ৩’ পরিচালক প্রভুদেব

‘দাবাং ৩’ সিনেমার চার তারকা প্রভুদেব, সাঈ মাঞ্জরেকর, সালমান খান ও সোনাক্ষী সিনহা।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।