ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘যৌন অপরাধ বৃদ্ধি জন্য বলিউডের সিনেমা দায়ী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
‘যৌন অপরাধ বৃদ্ধি জন্য বলিউডের সিনেমা দায়ী’

পাকিস্তানে ক্রমান্বয়ে যৌন অপরাধের সংখ্যা বেড়েই চলেছে। আর এর কারণ খুঁজতে গিয়ে ঘুরে ফিরে ভারতের দিকেই নিশানা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার দাবি, সেদেশে যৌন নির্যাতনের ঘটনা বাড়ার কারণ হলো বলিউডের সিনেমা।

পাকিস্তানে সামাজিক অবক্ষয়ের জন্যও ‘চিরশত্রু’ ভারতের দিকেই আঙুল তুললেন পাক প্রধানমন্ত্রী।  

এক ইউটিউব বার্তায় ইমরান খান বলেন, বলিউড-হলিউডের চলচ্চিত্রের বিষয়বস্তুই পাকিস্তানে শিশুদের উপর যৌন অত্যাচার ও শিশু পর্নোগ্রাফির বাড়বাড়ন্তর কারণ।

এছাড়াও পাক প্রধানমন্ত্রীর ধারণা, তার দেশে মাদকসেবনের কারণ মোবাইল ফোনের ব্যবহার। মোবাইলে আসা বিষয়বস্তুই যুব সমাজের বারোটা বাজাচ্ছে! 

উল্লেখ্য, পাকিস্তানে যৌন অপরাধের হার বাড়ছে ভয়ঙ্করভাবে। শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনাও ঘটছে প্রচুর। এর কারণ হিসেবে ইমরান বলেন, কিছু মোবাইল কন্টেন্ট যা হলিউড-বলিউড ঘুরে পাকিস্তানে আসে। পাকিস্তানের মানুষ পাশ্চাত্য সভ্যতার সঙ্গে পরিচিত নয়। তাই তারা ক্ষতিকর জিনিসগুলো পশ্চিমি দেশগুলি থেকে গ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।