ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

‘আকবর’ সিনেমায় সেলিম, অমিত ও তানভীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
‘আকবর’ সিনেমায় সেলিম, অমিত ও তানভীর

১৯৭৪ সাল পরবর্তী রাজধানী ঢাকার গ্যাং কালচার নিয়ে নির্মিত হচ্ছে ‘আকবর: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। সৈকত নাসির পরিচালিত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

সম্প্রতি সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন নন্দিত অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও অমিত হাসান। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্য ‘গহীন বালুচর’খ্যাত অভিনেতা আবু হুরায়রা তানভীর চুক্তিবদ্ধ হয়েছেন।

 

এ প্রসঙ্গে সৈকত নাসির বলেন, যে চরিত্রগুলো থাকছে সবগুলোই গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম শহীদুজ্জামান সেলিম, অমিত হাসান, তানভীর। প্রত্যেকেই আমাদের সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।   

গত ১৬ জানুয়ারি সিনেমার আসিফের গাওয়া টাইটেল সং-এর দৃশ্য ধারণের মধ্য দিয়ে ‘আকবর’র শুটিং শুরু হয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে আবার এ সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে।

‘আকবর’ প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম জানান, গত সোমবার (২৭ জানুয়ারি) তিনি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন।  

রণক ইকরামের গল্পে ‘আকবর’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবুর ও আসাদ জামান। নির্মাতা জানান, এতে আরও শিল্পী যুক্ত হবেন।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।