ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৬৫তম ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
৬৫তম ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পেলেন যারা

ঘোষিত হলো ৬৫তম অ্যামাজন ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন তালিকা। আসছে ১৫ ফেব্রুয়ারি বলিউডের অন্যতম মর্যাদাসম্পন্ন এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হবে আসামের গুয়াহাটি শহরে। মোট ১৯টি বিভাগে ঘোষণা করা হয়েছে মনোনীতদের নাম। 

৬৫তম অ্যামাজন ফিল্মফেয়ার পুরস্কারে কোন বিভাগে কারা পেলেন মনোনয়ন? দেখে নিন এক ঝলকে:

শ্রেষ্ঠ মৌলিক কাহিনি:
আর্টিকল ১৫ : অনুভব সিনহা, গৌরব সোলাঙ্কি
ছিছোরে : নীতেশ তিওয়ারি, পিযূষ গুপ্তা এবং নিখিল মেহরোত্রা
গালি বয় : জোয়া আখতার, রিমা কাগতি
মর্দ কো দর্দ নেহি হোতা : ভাসান বালা
মিশন মঙ্গল : জগন শক্তি
সোনচিরিয়া : অভিষেক চৌবে এবং সুদীপ শর্মা

শ্রেষ্ঠ চিত্রনাট্য:
আর্টিকল ১৫ : অনুভব সিনহা, গৌরব সোলাঙ্কি
গালি বয় : জোয়া আখতার, রিমা কাগতি
মিশন মঙ্গল : জগন শক্তি, আর বালকি, নিধি সিং, ধর্ম, সাকেত কোনধিপার্থি
সাঁন্ড কি আঁখ : বলবিন্দর সিং জানজুয়া
সেকশন ৩৭৫ : মনীষ গুপ্তা, অজয় বহল
সোনচিরিয়া : সুদীপ শর্মা

শ্রেষ্ঠ সংলাপ:
আর্টিকল ১৫ : অনুভব সিনহা, গৌরব সোলাঙ্কি
বালা : নীরেন ভাট
ছিছোরে : নীতেশ তিওয়ারি, পিযূষ গুপ্তা, নিখিল মেহরোত্রা
গল্লি বয় : বিজয় মৌর্য
সোনচিরিয়া—সুদীপ শর্মা
সুপার ৩০ : সঞ্জীব দত্ত

শ্রেষ্ঠ নবাগত পরিচালক:
আদিত্য ধর : উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক
জগন শক্তি : মিশন মঙ্গল
রাজ শান্ডিল্য : ড্রিম গার্ল
রাজ মেহতা : গুড নিউজ
গোপি পুথরান : মর্দানি ২
তুষার হিরানন্দানি : ষাঁড় কি আঁখ

শ্রেষ্ঠ নবাগতা:
অনন্যা পাণ্ডে : স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২
প্রানূতন বহল : নোটবুক
তারা সুতারিয়া : স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২
সাইয়ি মঞ্জারেকর : দাবাং ৩
শর্মিন সেহগল : মলাল
শিবালিকা ওবেরয় : ইয়ে সালি আশিকি

শ্রেষ্ঠ নবাগত:
অভিমন্যু দাসানি : মর্দ কো দর্দ নেহি হোতা
মিজান জাফরি : মলাল
সিদ্ধান্ত চতুর্বেদী : গালি বয়
বর্ধন পুরি : ইয়ে সালি আশিকি
বিশাল জেঠওয়া : মর্দানি ২
জাহির ইকবাল : নোটবুক

শ্রেষ্ঠ মিউজিক অ্যালবাম:
ভারত : বিশাল-শেখর
গালি বয় : অঙ্কুর তিওয়ারি, জোয়া আখতার
কবির সিং : মিঠুন, আমাল মালিক, বিশাল মিশ্র, সাচেত-পরম্পরা, অখিল সচদেবা
কলঙ্ক : প্রীতম
কেসরি : তনিষ্ক বাগচী, অর্কপ্রভ মুখোপাধ্যায়, চিরন্তন ভাট, জসবীর জস্সি, গুরমোহ, জয়লীন রয়্যাল

শ্রেষ্ঠ লিরিক্স:
অমিতাভ ভট্টাচার্য : কলঙ্ক নেহি
ডিভাইন এবং অঙ্কুর তিওয়ারি : অপনা টাইম আয়েগা
ইরশাদ কামিল : বেখয়ালি
মনোজ মুনতাশির : তেরি মিট্টি
মিঠুন : তুঝে কিতনা চাহনে লগে
তনিষ্ক বাগচী : ভে মাহি

শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (নারী):
নেহা ভসিন : চাসনি
পরম্পরা ঠাকুর : মেরে সোনিয়ে
শিল্পা রাও : ঘুংরু
শ্রেয়া ঘোষাল : ইয়ে আয়িনা
শ্রেয়া ঘোষাল-বৈশালী মহাদে : ঘর মোরে পরদেশিয়া
সোনা মহাপাত্র-জ্যোতিকা তাংরি : বেবি গোল্ড

শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ):
অরিজিত্ সিং : কলঙ্ক নেহি
অরিজিত্ সিং : ভে মাহি
নকশ আজিজ : স্লো মোশন
বি প্রাক : তেরি মিট্টি
সচেত ট্যান্ডন : বেখেয়ালি

শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী:
অমৃতা সিং : বদলা
অমৃতা সুভাষ : গল্লি বয়
কামিনী কৌশল : কবির সিং
মাধুরী দীক্ষিত : কলঙ্ক
সীমা পাহওয়া : বালা
জাইরা ওয়াসিম : দ্য স্কাই ইজ পিংক

শ্রেষ্ঠ সহ-অভিনেতা:
দিলজিৎ দোসাঞ্জ : গুড নিউজ
গুলশন দেবাইয়া : মর্দ কো দর্দ নেহি হোতা
মনোজ পাহওয়া : আর্টিকল ১৫
রণবীর শোরে : সোনচিরিয়া
সিদ্ধান্ত চতুর্বেদী : গালি বয়
বিজয় বর্মা : গালি বয়

শ্রেষ্ঠ চলচ্চিত্র (সমালোচক):
আর্টিকল ১৫ : অনুভব সিনহা
মর্দ কো দর্দ নেহি হোতা : ভাসান বালা
ফটোগ্রাফ : রীতেশ বত্রা
সোনচিরিয়া : অভিষেক চৌবে
দ্য স্কাই ইজ পিংক : সোনালি বোস

শ্রেষ্ঠ চলচ্চিত্র:
ছিছোরে
গালি বয়
মিশন মঙ্গল
উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক
ওয়ার

শ্রেষ্ঠ পরিচালক:
আদিত্য ধর : উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক
জগন শক্তি : মিশন মঙ্গল
নীতেশ তিওয়ারি : ছিছোরে
সিদ্ধার্থ আনন্দ : ওয়ার
জোয়া আখতার : গল্লি বয়

শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক):
ভূমি পেড়নেকর : সোনচিরিয়া
ভূমি পেড়নেকর : ষাঁড় কি আঁখ
কঙ্গনা রনৌত : জাজমেন্টাল হ্যায় কেয়া
রাধিকা মদন : মর্দ কো দর্দ নেহি হোতা
সানিয়া মালহোত্রা : ফটোগ্রাফ
তাপসী পান্নু : ষাঁড় কি আঁখ

শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্রে):
আলিয়া ভাট : গালি বয়
কঙ্গনা রনৌত : জাজমেন্টাল হ্যায় কেয়া
কারিনা কাপুর খান : গুড নিউজ
প্রিয়াঙ্কা চোপড়া : দ্য স্কাই ইজ পিঙ্ক
রানি মুখার্জি : মর্দানি ২
বিদ্যা বালান : মিশন মঙ্গল

শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্রে):
অক্ষয় কুমার : কেসরি
আয়ুষ্মান খুরানা : বালা
হৃত্বিক রোশন : সুপার ৩০
শহীদ কাপুর : কবির সিং
রণবীর সিং : গালি বয়
ভিকি কৌশল : উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক

শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক):
অক্ষয় খান্না : আর্টিকল ৩৭৫
আয়ুষ্মান খুরানা : আর্টিকল ১৫
নওয়াজুদ্দিন সিদ্দিকি : ফটোগ্রাফ
রাজকুমার রাও : জাজমেন্টাল হ্যায় কেয়া

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।