ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

বিনোদন

আসছে শন মেন্ডেসের চতুর্থ অ্যালবাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০১, ফেব্রুয়ারি ২৪, ২০২০
আসছে শন মেন্ডেসের চতুর্থ অ্যালবাম

কানাডিয়ান জনপ্রিয় পপ গায়ক শন মেন্ডেস ভক্তদের জন্য দারুণ খবর দিলেন। এক বছর পর তিনি তার নতুন অ্যালবাম নিয়ে হাজির হতে যাচ্ছেন।

সম্প্রতি ২১ বছর বয়সী এই সংগীতশিল্পী ইনস্টাগ্রামে তার নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছেন।   

মেন্ডেস লেখেন, বর্তমানে আমি আরেকটি নতুন অ্যালবামের কাজ করছি।

তোমাদের সবাইকে আমি অনেক ভালোবাসি এবং খুব শীঘ্রই নতুন অ্যালবাম নিয়ে তোমাদের সামনে হাজির হতে যাচ্ছি।

শন মেন্ডেস নতুন অ্যালবামের নাম কী রেখেছেন তা এখনো জানাননি। অ্যালবাম প্রকাশের নির্দিষ্ট কোনো তারিখ না জানালেও চলতি বছর এটি মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছেন এই পপ তারকা।

জনপ্রিয় এই তরুণ গায়ক তার প্রথম অ্যালবাম ‘হ্যান্ডরাইটিং’ প্রকাশ করেছেন ২০১৫ সালে। ২০১৬ সালে তিনি প্রকাশ করেন দ্বিতীয় অ্যালবাম ‘ইলুমিনেট’ । ২০১৮ ও ২০১৯ সালে তিনি নিজের নামেই প্রকাশ করেন সর্বশেষ ও তৃতীয় অ্যালবামটি।  

এবার শন মেন্ডেস ভক্তদের উপহার দেবেন তার চতুর্থ অ্যালবাম।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
জেআইএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।