ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হ্যারি পটার চরিত্রে ফিরছেন না ড্যানিয়েল র‌্যাডক্লিফ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, মার্চ ১, ২০২০
হ্যারি পটার চরিত্রে ফিরছেন না ড্যানিয়েল র‌্যাডক্লিফ

আইকনিক হ্যারি পটার চরিত্রে আর অভিনয় করবেন না তুমুল জনপ্রিয় অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ। বিশ্বজুড়ে সাড়া জাগানো ফ্র্যাঞ্চাইজি ‘হ্যারি পটার’র স্পিন-অফ ফ্র্যাঞ্চাইজি ‘ফ্যান্টাসটিক বিস্টস’-এ অভিনয় করার কোনো আগ্রহ নেই বলেই জানিয়েছেন তিনি।

জে কে রাউলিংয়ের কল্পকাহিনি সিরিজ ‘হ্যারি পটার’কে একই নামে চলচ্চিত্র আকারে বড় পর্দায় উপভোগ করেছেন বিশ্বের কোটি কোটি দর্শক। ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত ১০ বছর ধরে মোট ৮টি সিনেমায় ড্যানিয়েল র‌্যাডক্লিফ অভিনয় করেন হ্যারি পটার চরিত্রে।

হ্যারি পটারের স্পিন-অফ ফ্র্যাঞ্চাইজি ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম’ মুক্তি পায় ২০১৬ সালে। দু’বছর পর এর পরের পর্ব আসে ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিনডেলওয়াল্ড’। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্ব আসবে ২০২১ সালের নভেম্বর মাসে।  

ড্যানিয়েল র‌্যাডক্লিফ নেই নতুন ফ্যান্টাসি সিরিজে। তাকে ছাড়া কেমন হচ্ছে সিনেমাগুলো? ড্যানিয়েলের উত্তর, ‘ভালোই হচ্ছে’।  

‘ফ্যান্টাস্টিক বিস্টস’-এ আবারও হ্যারি পটার চরিত্রে ফিরবেন কি না এমন প্রশ্নের উত্তরে র‌্যাডক্লিফ বলেন, আমি এমনটা চিন্তা করি না। আমি ‘না’ বলতে পছন্দ করি না, কিন্তু এটা এমনকিছু নয় যা করার জন্য আমি মুখিয়ে আছি। আমার মনে হচ্ছে, সিনেমাগুলো যাত্রা শুরু করেছে এবং আমাদের ছাড়া ভালোই করছে। এটা এভাবে চলতে দেখেই আমি খুশি।  

‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম’-এর গল্পও লিখেছেন জে কে রাউলিং।  

ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় পর্বের নামকরণ হয়নি এখনো। এই পর্বের কাহিনীর প্রেক্ষাপটে থাকবে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহর। এতে অভিনয় করছেন জুডি ল, জনি ডেপ, এজরা মিলার, অ্যালিসন সুডল, ড্যান ফগলার ও ক্যাথরিন ওয়াটারস্টন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।