ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘বাজি’তে দেখা যাবে জিৎ-সব্যসাচীর লড়াই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
‘বাজি’তে দেখা যাবে জিৎ-সব্যসাচীর লড়াই

সাধারণত রিমেক সিনেমাতেই বেশি অভিনয় করেন জিৎ। তবে তার সর্বশেষ সিনেমা ‘অসুর’ ছিল মৌলিক গল্পের। কিন্তু এটি বক্স অফিসে তেমন সুবিধা করতে পারেনি।

এবার আবারও রিমেক সিনেমায় ফিরছেন জিৎ। আসন্ন ঈদে তার অভিনীত অ্যাকশন সিনেমা ‘বাজি’ মুক্তি পাবে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে।

এতে জিৎকে লড়তে দেখা যাবে শক্তিমান অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে।

‘বাজি’র পরিচালক অংশুমান প্রত্যূষ। তামিল সিনেমার রিমেকটিতে বুদ্ধির লড়াই, আবেগ, কমেডি সবই থাকবে বলে জানিয়েছেন তিনি।  

এর গল্পে দেখা যাবে, পরিবারকে একটি বিপদ থেকে রক্ষা করতে বড় ধরনের এক চ্যালেঞ্জের মুখোমুখি হন আদিত্য তথা জিৎ। যার জন্য তিনি দ্বন্দ্বে জড়ান ধুরন্ধর ভিলেন সব্যসাচীর সঙ্গে। তাকে খতম করতে মরিয়া হয়ে উঠেন জিৎ।  

বাজি নিয়ে জিৎ বলেন, শেষ কয়েকটি সিনেমায় আমার লুক এতটা গ্ল্যামারাস ছিল না। তবে শুধুই অ্যাকশন নয়, এই সিনেমায় মগজের যুদ্ধও দেখতে পাবেন দর্শক।

বর্তমানে ‘বাজি’র শুটিং চলছে। ভারত ছাড়াও লন্ডনে হবে এর শুটিং হচ্ছে।  চলতি মাসেই সিনেমাটির কাজ শেষ করতে চাইছেন পরিচালক।  

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।