রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান অডিটোরিয়ামে শুরু হয়েছে ‘চতুর্থ অক্ষয়কুমার মৈত্রেয় নাট্যোৎসব’। এ উৎসবে শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টায় ‘খনা’র ৭৫তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয়ে দেখা যাবে- কাজী রোকসানা রুমা, সামিনা লুৎফা নিত্রা, মোহাম্মদ আলী হায়দার, ইভান রিয়াজ, তৌফিক হাসান ভূঁইয়া, শেউতি শাহগুফতা, মিজানুর রহমান, চন্দন পাল, ম. সাঈদ, পঙ্কজ মজুমদার, অনন্ত হিল্লোল, হুমায়ূন আজম রেওয়াজ, বাকিরুল ইসলাম, নাফিউল ইসলাম, হাফিজা আক্তার ঝুমা ও সুমিত তেওয়ারি রানা।
‘খনা’র মঞ্চ ও আলোক পরিকল্পনায় আবু আউদ আশরাফী। সুর ও সংগীত পরিকল্পনায় শারমিন ইতি, অনন্ত হিল্লোল, লোচন, হুমায়ূন আজম রেওয়াজ, শেউতি শাহগুফতা, বাকিরুল ইসলাম। পোশাক পরিকল্পনায় তাহমিনা সুলতানা মৌ ও তৌফিক হাসান ভূঁইয়া। কোরিওগ্রাফিতে মোহামদ রাফি ও নাসির উদ্দিন নাদিম।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
ওএফবি