বৃহষ্পতিবার (১২ মার্চ) সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে পাড়ি দেন খাগড়াছড়ির প্রতিভাবান তরুণ কন্ঠশিল্পী চাইথোয়াই মারমা (৩২)। তিনি স্থানীয় ব্যান্ড দল চেঙ্গী’র নিয়মিত ভোকাল ছিলেন।
চাইথোয়াইয়ের বন্ধু সূত্রে জানা যায়, সকালে মৃত্যুর তীব্র আলিঙ্গনের সময়ও তিনি চিৎকার করে গেয়ে গেছেন ‘বসে আছি একা কাঁচা রোদ বিকেলে উদাস, বৃষ্টি শেষে রুপালি আকাশ’। তার পরক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে নিজ ঘর থেকে বের হয় তার অন্তিম যাত্রা। এতে অংশ নেয় তার পরিবার, আত্মীয়-স্বজন, সামাজিক ব্যক্তিত্ব, সহকর্মী, বন্ধুসহ বিভিন্ন শ্রেণীর শত শত মানুষ। ঘর থেকে শ্মশানের এই যাত্রায় বন্ধুরা সামনে থেকে গিটারে তোলেন করুণ সুর। দুই সারিতে ৮টি গিটার অবিরত বেজে গেছে। বেজেছে বাঁশি। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বটতলী শ্মশানে দাহ করা হয় তাকে।
চাইথোয়াই তার কন্ঠে আর মঞ্চ মাতাবেন না। হাতে নেবেন না গিটার। বন্ধুদের আড্ডা হয়ে যাবে ফিকে। তিলে তিলে মানুষ করা মা-বাবার কোল অকালে খালি হয়ে গেল। তিন ভাইবোনের সংসারে বড় চাইথোয়াই মারমাকে ঘিরে তাদের সব স্বপ্ন হারিয়েছে অতলে। মানতে না পারা এমন মৃত্যু হলেও জীবন থেমেছে এখানে জীবনের নিয়মে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘন্টা, মার্চ ১৩, ২০২০
এডি/এমকেআর