ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নিশিতা বড়ুয়ার গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নিশিতা বড়ুয়ার গান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ বছর বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে পালিত হচ্ছে মুজিববর্ষ। জাতির এই শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা জানিয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী নিশীতা বড়ুয়া নতুন একটি গান প্রকাশ করেছেন। গানটির শিরোনাম ‘অসমাপ্ত জীবনী থেকে’। 

সাড়ে সাত কোটি সন্তান নিয়ে/দেশটাই যেনো তার বাড়ি/প্রতিটা বাঙালি পরিচিত খুব/ঠিক যেনো হাসু আর কামাল তারই/হৃৎপিণ্ড তার বদ্বীপের আঁকা/বুক জুড়ে মাখা ছিলো এ মাটির ঘ্রাণ/ রবীন্দ্রমানষে গড়া তিনি/বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- মুজিবর্ষ উপলক্ষে রাফিউজ্জামান রাফির এমন কথায় সাজানো গান নিয়ে হাজির হয়েছেন নিশীতা। এর সুর-সংগীতায়োজনে সুমন কল্যাণ।

নিশিতা বড়ুয়াসোমবার (১৬ মার্চ) রাত ১২টায় মুজিববর্ষের শুরুতেই নিশিতা নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন গানটি।

এ গান প্রসঙ্গে সুমন কল্যাণ বলেন, মুজিববর্ষ উপলক্ষে অনেকগুলো গান তৈরি করার সুযোগ হয়েছে। এই গানগুলোর মধ্যে একটি গান হলো ‘বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে’। আজ একটি বিশেষ দিন। এই দিনে জন্ম নিয়েছিলেন সবার প্রিয় মানুষটি। যিনি একটি দেশ উপহার দিয়ে গেছেন আমাদের। তার জন্মদিনে গানে গানে তাকে শ্রদ্ধা জানাতে পেরে অনেক ভালো লাগছে।

নিশিতা বলেন, আমরা সবাই বঙ্গবন্ধুকে অনেক বেশি ভালোবাসি। বাংলাদেশটা তার কারণেই আমরা পেয়েছি। মুজিববর্ষ উপলক্ষে সবাই গান ও সুরের মাধ্যমে সম্মান জানানোর চেষ্টা করছেন। আমি অনেকগুলো গান পেয়েছিলাম। এই গানটি আমার অনেক ভালো লেগেছে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।

গানটির ভিডিওতে বঙ্গবন্ধুর বেশ কিছু পোট্রেট ব্যবহার করা হয়েছে। এই ছবিগুলো এঁকেছেন সাইদুল ইসলাম।

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।