ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

করোনায় ব্রিটিশ কমেডিয়ান লার্জের জীবনাবসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
করোনায় ব্রিটিশ কমেডিয়ান লার্জের জীবনাবসান

কিংবদন্তি ব্রিটিশ কমেডিয়ান ইডি লার্জ (৭৮) আর নেই। মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

লার্জের ছেলে রায়ান ম্যাকগিনিস মৃত্যুর বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বাবা আগে থেকে হৃদরোগে ভুগছিলেন।

ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।  

রায়ান লেখেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার বাবা সকালে মারা গেছেন। তিনি হার্টের অসুখে ভুগছিলেন এবং দুর্ভাগ্যক্রমে হাসপাতালে থাকাকালীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাবা এতদিন সাহসিকতার সঙ্গে লড়াই করেছিলেন। এই ভয়াবহ রোগের কারণে আমরা তাকে হাসপাতালে দেখতে যেতে পারিনি। তবে পরিবারের সবাই এবং ঘনিষ্ঠ বন্ধুরা নিয়মিত তার সঙ্গে কথা বলেছেন।

ইডি লার্জের প্রকৃত নাম এডওয়ার্ড ম্যাকগিনিস। তিনি ১৯৭০ এবং ৮০-এর দশকে কৌতুক অভিনেতা সিড লিটলের পাশাপাশি খ্যাতি পেয়েছিলেন। তাদের দু’জনের জনপ্রিয় ‘লিটল অ্যান্ড লার্জ’ শো ব্যাপক জনপ্রিয়তা পায়। তার মৃত্যুতে মাইকেল বেরিমোর, টমি ক্যানোনসহ অসংখ্য তারকা ও ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।