হতাশ হওয়ার কারণ বললেন গায়িকা নিজেই। জানালেন, বলিউডে গান গেয়ে তারা (গায়ক-গায়িকারা) পারিশ্রমিক পান না বললেই চলে।
ভারতীয় একটি সংবাদমাধ্যম নেহা বলেন, ‘বলিউডে গান গেয়ে আর্থিক সুবিধাটা পাই না।
সিনেমা সংশ্লিষ্টদের ধারণা, এখানে শিল্পীরা একটা সুপারহিট গান দিতে পারলে ক্যারিয়ারে আর পিছু তাকাতে হয় না। কারণ, কনসার্টসহ অন্যান্য বিভিন্ন মাধ্যম থেকে নানাভাবে শিল্পীরা উপার্জন করতে পারবেন। ’
৩১ বছর বয়সী এই গায়িকা আরও বলেন, ‘লাইভ কনসার্ট ও অন্য জায়গা থেকে ভালো অঙ্কের সম্মানী ঠিকই পাই, কিন্তু বলিউডের ক্ষেত্রে দৃশ্যটা বিপরীত। গান গাওয়ার জন্য নির্মাতা কিংবা সংগীত পরিচালকরা কোনও টাকা দেন না আমাদের। ’
এদিকে শিগগিরই প্রকাশ পাচ্ছে হানি সিংয়ের সঙ্গে নেহার গান-ভিডিও ‘মস্কো সুকা’। এটি পাঞ্জাবি ও রুশ ভাষায় সাজানো। রুশ পার্ট গেয়েছেন ইকাটেরিনা সাইজোভা।
নেহা কাক্করের কণ্ঠে বেশ কিছু জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘গরমি’, ‘আঁখ মারে’, ‘ও সাকি’, ‘দিলবার’, ‘কালা চশমা’ প্রভৃতি উল্লেখযোগ্য।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
ওএফবি