ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অমিতাভের ‘শাহেনশাহ’র রিমেকে রণবীর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
অমিতাভের ‘শাহেনশাহ’র রিমেকে রণবীর!

বলিউডের অন্যতম কালজয়ী সিনেমা ‘শাহেনশাহ’। তিন্নু আনন্দ পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ১৯৮৮ সালে, যা অমিতাভ বচ্চনকে এনে দিয়েছিল বড় সাফল্য। এই সিনেমায় অভিনয় করেই অমিতাভ বলিউডের শাহেনশাহ উপাধি পেয়েছেন।

এবার ৩২ বছর পর পুনরায় সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে। আর রিমেকে অমিতাভের জায়গায় নাকি রণবীর সিং অভিনয় করবেন।

এমনই প্রতিবেদন প্রকাশ করেছে বেশকিছু ভারতীয় সংবাদমাধ্যম।  

এদিকে পরিচালক তিন্নু আনন্দ এরই মধ্যে রিমেকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত কিছুই জানাননি তিনি। বিশ্বজুড়ে করোনার প্রভাব কমলে, ‘শাহেনশাহ’র গল্পসহ অন্যান্য কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি। তবে সিনেমাটির বিস্তারিত তথ্যসহ আনুষ্ঠানিক ঘোষণার জন্য দর্শকরা অধীর অপেক্ষায় রয়েছেন।

সিনেমাটির প্রযোজকরা নাকি চাইছেন কেন্দ্রীয় চরিত্রটিতে রণবীর সিংকে চুক্তিবদ্ধ করতে। তবে এই বিষয়েও তাদের কেউ-ই এখনো মুখ খোলেননি।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।