ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

দিল্লিতে জয়া, মুম্বাইয়ে বসে স্ত্রীকে মিস করছেন অমিতাভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
দিল্লিতে জয়া, মুম্বাইয়ে বসে স্ত্রীকে মিস করছেন অমিতাভ দিল্লিতে জয়া, মুম্বাইয়ে বসে স্ত্রীকে মিস করছেন অমিতাভ

চলমান করোনা সচেতনতা নিয়ে বারবার সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হচ্ছেন অমিতাভ বচ্চন। এরই মধ্যে জড়িয়েছেন বিতর্কেও।

অবশ্য করোনা পরিস্থিতিতে বেশ একঘেয়ে হয়ে উঠেছেন অমিতাভ। আর এ সময়ে জীবনসঙ্গীনি জয়া বচ্চনকে ভীষণ মিস করছেন বলিউডের এই বিগ বি।

জয়া বর্তমানে দিল্লির নিজের বাড়িতে অবস্থান করছেন। লকডাউনের জন্য সামনের বেশ কিছুদিন তার মুম্বাই আসা প্রায় অসম্ভব।  

শুধু তাই নয়, জয়া জানিয়েছেন- লকডাউনের পর বিমান চলাচল স্বাভাবিক হলেই মুম্বাইয়ে যে পাড়ি দেবেন তিনি তাও নিশ্চিত নয়। তার মতে, লকডাউন উঠে গেলেও বিমান সম্পূর্ণ করোনামুক্ত হতে বেশ সময় লাগবে।

অন্যদিকে অমিতাভ জানিয়েছেন, তিনি একটানা সিনেমা দেখে ক্লান্ত।  ঠিকমতো ঘুমাতে পারছেন না। এবার চোখের আরাম চান তিনি। যদিও অমিতাভ তার মুম্বাইয়ের বাসস্থান ‘জলসায়’ ঐশ্বরিয়া ও নাতনি আরাধ্যকে নিয়ে আছেন, তবুও মিস করছেন জয়াকে। অস্থির হয়ে উঠেছেন কাজে ফেরার জন্যও।

এদিকে গত ৯ এপ্রিল ছিল জয়া বচ্চনের ৭২তম জন্মদিন। করোনার কারণে এবারের জন্মদিনটা একাই কাটাতে হয়েছে অমিতাভ পত্নীকে। তবে সামাজিক মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা-শুভকামনা জানাতে একচুলও ভুল করেননি- অমিতাভ, অভিষেক, শ্বেতা ও ঐশ্বরিয়া।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।