ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

করোনায় মারা গেলেন মার্কিন র‌্যাপার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
করোনায় মারা গেলেন মার্কিন র‌্যাপার

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন মার্কিন র‌্যাপার ফেড্রিক থমাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।

ফটোশেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এই শিল্পীর মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার বন্ধু ডিজে সেলফ লেখেন, তাকে সবাই ভালোবাসতো এবং তার সম্পর্কে কোনো খারাপ কথা শুনিনি। তার আত্মা শান্তি পাক।

ওপারে শান্তিতে থাকুক আমার ভাই।

ফেড্রিক থমাস ফ্রেড দ্য গডসন নামেই পরিচিত ছিলেন। তার অকাল প্রয়াণে সংগীতাঙ্গনের অনেকেই শোক প্রকাশ করছেন। তার সঙ্গে গান গেয়েছেন জ্যাকুয়া। তিনি লিখেছেন, শান্তিতে ঘুমাও আমার ভাই। তোমাকে অনেক ভালোবাসি। অনেক কিছু বলার ছিল কিন্তু এখন কোনো ভাষা খুঁজে পাচ্ছি না।

গত ৭ এপ্রিল হাসপাতাল থেকে ইনস্টাগ্রামে ভেন্টিলেটর মাস্কসহ একটি ছবি পোস্ট করেন ফ্রেড। ক্যাপশনে লেখেন, করোনা ভাইরাসের কারণে আমি এখানে। সবাই আমার জন্য প্রার্থনা করবেন।

অবশেষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) করোনা ভাইরাসের কাছে পরাজিত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান ফেড্রিক থমাস।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।