গত ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল ১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয় নিয়ে তৈরি সিনেমা ‘৮৩’। কিন্তু কোভিড-১৯’র কারণে এটি আপাতত মুক্তি পাচ্ছে না।
রিলায়েন্স এন্টারটেইনমেন্টের সিইও শিবাশিস সরকার ভারতীয় সংবাদসংস্থাকে বলেন, আমরা আরও কয়েক মাস অপেক্ষা করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। তবে ‘৮৩’ প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে। যদি ৬ মাস বা ৯ মাস পরে দেখা যায় যে পরিস্থিতি আরও খারাপের দিকে গিয়েছে, তখন আমরা আবার ভেবে দেখতে পারি। কিন্তু এখন এত তাড়া নেই। অনেকেই আমাদের প্রজেক্ট নিয়ে আগ্রহ দেখিয়েছে, কিন্তু আমরা এখনই ডিজিটাল রিলিজ নিয়ে কোনও আলোচনায় রাজি নই।
তিনি আরো জানান, ‘৮৩’র ভিএফএক্স ও পোস্ট প্রোডাকশনের কাজ এখনও বাকি আছে। বর্তমানে সে কাজই করা হচ্ছে।
১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতেছিল। প্রথম বিশ্বকাপ জয়ের কাহিনি তুলে ধরা হচ্ছে কবির খান পরিচালিত সিনেমা ‘৮৩’-তে। সিনেমাটিতে কপিল দেবের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেত্রী ও রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোনকে।
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
জেআইএম