ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বলিউডে একদিনের ব্যবধানে দুই নক্ষত্রের পতন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
বলিউডে একদিনের ব্যবধানে দুই নক্ষত্রের পতন

কে জানতো হঠাৎ করেই বলিউডে নেমে আসবে এমন কালো ছায়া? নন্দিত অভিনেতা ইরফান খান মারা গেলেন বুধবার (২৯ এপ্রিল) সকালে। তার পরদিন সকালে ( বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) চলে গেলেন আরেক কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর। তারা দু’জনই ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

বড় এই দুই তারকাকে হারিয়ে শোকস্তব্ধ পুরো বলিউড ইন্ডাস্ট্রি। তারকাদের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি থেকে শুরু করে দেশটির নানা পেশার মানুষ এই তারকাদ্বয়ের বিদায়ে শোক প্রকাশ করেছেন।

তাদের অকালে চলে যাওয়া যেন কেউ মেনে নিতে পারছেন না।

অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, হেমা মালিনির মতো মহাতারকা ইরফান খান ও ঋষি কাপুরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনের কারণে তারা কেউ শেষবার বিদায় জানাতে পারেননি প্রিয় দুই অভিনেতাকে। কিন্তু সবাই সামাজিক যোগাযোগমাধ্যেমে শোক প্রকাশ করেছেন। 'ডি-ডে'র দৃশ্যে ইরফান খান ও ঋষি কাপুর

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইরফান খান নিউরো অ্যান্ডোক্রিন টিউমারে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। এরপর দীর্ঘ সময় লন্ডনে চিকিৎসা হয় এই অভিনেতার। গত বছর এপ্রিলে ভারতে ফেরেন তিনি। এরপর শুটিংয়েও অংশ নেন তিনি। গত শনিবার (২৫ এপ্রিল) তার মা মারা যান। লগডাউনের কারণে মাকে শেষবারের মতো দেখতে পারেননি তিনি। সে কষ্টেই হয়তো পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই অভিনেতা।

ঋষি কাপুরেরও ২০১৮ সালে ক্যানসার ধরা পড়ে। এরপর সস্ত্রীক যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেন তিনি। চিকিৎসা শেষে ভারতে ফেরার পর তাকে কয়েকবার হাসপাতালে যেতে হয়। গত এক সপ্তাহ ধরে তিনি হাসপাতালেই ভর্তি ছিলেন। কিন্তু ইরফান খানের চলে যাওয়ার একদিন পর তিনিও বিদায় নিলেন পৃথিবী থেকে।

২০১৩ সালে ‘ডি-ডে’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন ঋষি কাপুর ও ইরফান খান। সিনেমাটিতে তাদের দু’জনের একসঙ্গে করা একটি ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
জেআইএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।