ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রায় ৩ যুগ পর আবারও বিটিভিতে ‘এইসব দিনরাত্রি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মে ৩, ২০২০
প্রায় ৩ যুগ পর আবারও বিটিভিতে ‘এইসব দিনরাত্রি’

আশি এবং নব্বই দশকের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘এসব দিনরাত্রি’। ৩৫ বছর পর অর্থাৎ প্রায় তিন যুগ পর ধারাবাহিকটি আবারও ফিরছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়। চলমান করোনার ছুটিতে দর্শকদের জন্য এটি প্রচারের উদ্যোগ নিয়েছেন রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলটি। 

সোমবার (৪ মে) রাত থেকে ‘এইসব দিনরাত্রি’ পুনঃপ্রচার শুরু হবে বলে সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন বিটিভি কর্তৃপক্ষ।

হুমায়ূন আহমেদের রচনায় ‘এইসব দিনরাত্রি’ পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান।

এতে শফিক চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদ। এছাড়া আরো রয়েছেন খালেদ খান, নায়ার সুলতানা লোপা, কাজী মেহফুজুল হক, আবুল খায়ের, শিল্পী সরকার অপু, ইনামুল হক, ডলি জহুর, আসাদুজ্জামান নূর এবং দিলারা জামানসহ অনেকে।

এটাই প্রথম নয়, এর আগে করোনার ছুটিতে ৬ এপ্রিল থেকে হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’ ধারাবাহিক নাটক পুনঃপ্রচার শুরু করছে বাংলাদেশ টেলিভিশন। পুরনো ধারাবাহিক দু’টি দর্শকদের ফিরিয়ে নিয়ে গেছে সোনালি সেই দিনগুলোতে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মে ০৩, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।