ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কণিকা কাপুরের প্লাজমা করোনার চিকিৎসার জন্য উপযুক্ত নয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, মে ১৩, ২০২০
কণিকা কাপুরের প্লাজমা করোনার চিকিৎসার জন্য উপযুক্ত নয়

বলিউডে প্রথম করোনার কবলে পড়েন গায়িকা কণিকা কাপুর। বেশ কয়েক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ভাইরাসটিকে হারিয়ে সুস্থ হন তিনি। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন গত মাসে।

করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্য নিজের প্লাজমা দিতে চেয়েছিলেন কণিকা। কিন্তু তার প্লাজমা করোনার চিকিৎসার জন্য উপযুক্ত নয় বলে জানিয়ে দিয়েছেন ভারতের লকখনউয়ের কিং জর্জস মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

গবেষকরা জানিয়েছেন, করোনা ভাইরাসের চিকিৎসার জন্য প্লাজমা দাতার রক্তে হিমোগ্লোবিন নূন্যতম প্রতি ডেসিলিটার ১২ দশমিক ৫ গ্রাম থাকা প্রয়োজন। এছাড়াও ওজন ৫০ কেজির উপরে হতে হবে। এছাড়াও ম্যালেরিয়া, কার্ডিও ডায়াবেটিস, সিফিলিস-এর মতো রোগের ইতিহাস থাকলেও সে প্লাজমা ব্যবহার করা যাবে না।  

কিন্তু কণিকার পরিবারের জটিল মেডিক্যাল ইতিহাস রয়েছে, তাই তার প্লাজমা রোগীর চিকিৎসায় কাজে লাগবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে কণিকার পরিবারের ঠিক কী মেডিক্যাল ইতিহাস ছিল তা জানাতে আপত্তি জানিয়েছেন গবেষক দল।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ১৩, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।