‘দ্য মার্ডার মিস্ট্রি’খ্যাত অভিনেত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে পুলিশ বর্বরতা এবং জাতিগত অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন।
গত ২৫ মে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার দেরেকের হাঁটুর চাপে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান নিরস্ত্র ফ্লয়েড।
এই ঘটনার পর থেকে উত্তাল হয়ে উঠে যুক্তরাষ্ট্র। নড়ে ওঠে বিশ্ব বিবেক। এরপর থেকে ফ্লয়েডের মৃত্যুর দাবিতে শুরু হয় বিক্ষোভ সমাবেশ।
বেশকিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, কালার অব চেঞ্জ’সহ বেশকিছু দাতব্য সংস্থায় জেনিফার অ্যানিস্টোন দান করেছেন। তিনি বর্ণবাদ এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছে এমন বেশ কয়েকটি ‘যোগ্য সংগঠন’কে অনুদান দিয়েছেন। একই উদ্দেশ্যে তিনি বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে প্রায় ১ মিলিয়ন ডলার দান করেছেন।
শুধু তাই নয়, জেনিফার অ্যানিস্টন সামাজিক যোগাযোগমাধ্যমেও বর্ণবাদ ইস্যুতে হতাশা প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুন ০৮, ২০২০
জেআইএম