এদিকে, সুশান্তের ময়না তদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে পেয়ে তা প্রকাশ করেছে মুম্বাই পুলিশ। এই রিপোর্টে বলা হয়েছে, গলায় ফাঁস দেওয়ার কারণে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয়েছিল সুশান্তের।
এর আগেও সুশান্তের ময়নাতদন্ত করা হয়েছিল। তিনজন চিকিৎসকের স্বাক্ষর করা ঐ রিপোর্টেও সুশান্তের মৃত্যুর একই কারণ উল্লেখ্য করা হয়েছিল। তবে এবার চূড়ান্ত রিপোর্টে ৫ জন চিকিৎসকের সই রয়েছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম।
সুশান্তের ভিসেরা সংরক্ষণ করে তা রাসায়নিক পরীক্ষার পর ময়নাতদন্তে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রাতে সুশান্তের বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, জুন ২৪, ২০২০
জেআইএম