ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

কী আছে সুশান্তের ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টে?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, জুন ২৪, ২০২০
কী আছে সুশান্তের ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টে?

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার বিষয়টি অনেকে মানতে নারাজ। তিনি খুন হয়েছে বলে উচ্চপর্যায়ের তদন্তের দাবি করেছেন এই তারকার পরিবারের সদস্যসহ বেশ কয়েকজন তারকা।

এদিকে, সুশান্তের ময়না তদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে পেয়ে তা প্রকাশ করেছে মুম্বাই পুলিশ। এই রিপোর্টে বলা হয়েছে, গলায় ফাঁস দেওয়ার কারণে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয়েছিল সুশান্তের।

তাছাড়া তার শরীরে লড়াইয়ের চিহ্ন বা কোনও রকম বাহ্যিক আঘাতের প্রমাণ নেই। তার হাত-পায়ের নখও ছিল একদম পরিষ্কার। তাই রিপোর্ট অনুযায়ী সুশান্ত যে আত্মহত্যা করেছেন তা স্পষ্ট।  

এর আগেও সুশান্তের ময়নাতদন্ত করা হয়েছিল। তিনজন চিকিৎসকের স্বাক্ষর করা ঐ রিপোর্টেও সুশান্তের মৃত্যুর একই কারণ উল্লেখ্য করা হয়েছিল। তবে এবার চূড়ান্ত রিপোর্টে ৫ জন চিকিৎসকের সই রয়েছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম।  

সুশান্তের ভিসেরা সংরক্ষণ করে তা রাসায়নিক পরীক্ষার পর ময়নাতদন্তে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে।  

গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রাতে সুশান্তের বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, জুন ২৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।