মঙ্গলবার (৩০ জুন) সুশান্তের আত্মহত্যার মামলায় মুম্বাই পুলিশের ম্যারাথন জেরার মুখে পড়েন সাঞ্জানা। প্রায় ৯ ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ।
সাঞ্জানা লেখেন, খোজা হাফিজ মুম্বাই, ৪ মাস পর আপনার দর্শন হল। আমি দিল্লি ফিরে চললাম। আপনার রাস্তাগুলো একটু অন্যরকম লাগছিল, একদম ফাঁকা ছিল। হয়ত আমার মনে যে ব্যাথা রয়েছে সেটা আমার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। কিংবা হয়ত আপনিও অনেকখানি কষ্টের মধ্যে রয়েছেন। দেখা হবে শিগগিরিই কিংবা আর হবে না!
১৪ জুন সুশান্তের আত্মহত্যার খবর প্রকাশ্যে আসবার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছেন সাঞ্জানা। সুশান্তের মৃত্যুর খবর সামনে আসবার পর একটি ইমোশ্যান্যাল ভিডিও পোস্ট করেছিলেন সাঞ্জানা। সেখানে বলেন, আমি নিজের ওয়েব পেজটা ১০০ বার রি-ফ্রেস করেছি। ভেবেছি এই খবরটা ভুয়া, কেউ একটা ভয়ঙ্কর রকমের মজা করছে। এখনও বিশ্বাস করতে পারছি না। মনে হয় না এই জীবনে কোনদিনও বিশ্বাস করে উঠতে পারবো। অবশ্যই নিজের অনুভূতিটা প্রকাশ করতে সফল হবো না, কিন্তু আমি চেষ্টা করছি।
২৪ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে দিল বেচারা। পরিচালক মুকেশ ছাবরার এই সিনেমার সঙ্গেই বলিউডে অভিষেক হচ্ছে সাঞ্জানার। তবে নিজের প্রথম সিনেমা মুক্তির আগে যে এইরকম একটা দুর্ঘটনা ঘটবে, তা দুঃস্বপ্নেও ভাবেননি সাঞ্জানা।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
ওএফবি