গত ৫ জুলাই থেকে ফ্লোর দুইটি ভাঙার কাজ শুরু হয়েছে বলে জানান ১৫ তলা ভবন নির্মাণ প্রজেক্টের সহকারী পরিচালক আইয়ুব আলী।
তিনি বলেন, এফডিসিতে বাণিজ্যিক ভবন তৈরির পরিকল্পনা অনেক আগের।
কবিরপুর ফিল্ম সিটি এখন শুটিং করার জন্য প্রস্তুত আছে, সেখানে চাইলে যে কেউ শুটিং করতে পারবেন বলেও জানান তিনি।
করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এমনতেই এফডিসিতে সিনেমার শুটিং বন্ধ ছিল। তাই বেশ কয়েকমাস এফডিসির ফ্লোর ফাঁকা পড়ে ছিল। সিনেমার পাশাপাশি ৩ ও ৪ নাম্বার ফ্লোরে বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানের শুটিং হতে দেখা যেত।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জুলাই ০৮, ২০২০
জেআইএম