ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিশ্বে বলিউডকে তেমন শ্রদ্ধা করা হয় না: ইরফানপুত্র বাবিল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
বিশ্বে বলিউডকে তেমন শ্রদ্ধা করা হয় না: ইরফানপুত্র বাবিল ইরফান খান ও তার পুত্র বাবিল খান

বলিউডে ‘সিক্স প্যাক অ্যাবসওয়ালা’দের জন্যই নাকি বারবার ইরফান খানের সিনেমা অসফল হয়েছে।  তাছাড়া, আন্তর্জাতিক অঙ্গনে নাকি বলিউডকে খুব একটা শ্রদ্ধা করা হয় না। এবার বলিউডের বিরুদ্ধে সরব হয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বাবা ইরফান খানের দুটি অপ্রকাশিত ছবি পোস্ট করেছেন ইরফান খান ও সুতপা শিকদারের ছেলে বাবিল খান। সেসঙ্গে বলিউড নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে বাবিল খান লেখেন, ‘সিনেমার ছাত্র হিসেবে আমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয়টা বাবা শিখিয়েছিলেন জানেন? ফিল্ম স্কুলে পড়তে যাওয়ার আগে বাবা সতর্ক করেছিলেন, আমাকে বলিউডের সদস্য হিসেবে নয়, ভারতীয় সিনেমার সদস্য হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে। আমাকে তাই বলিউডের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ভারতীয় সিনেমা সম্পর্কে জানতে হবে। আন্তর্জাতিক সিনেমার ক্ষেত্রে বলিউডের সিনেমাকে সেভাবে কেউ শ্রদ্ধা দেখায় না। আর দুর্ভাগ্যবশত এটাই হয়ে থাকে। ৬ ও ৯-এর দশকের বলিউডের সিনেমায় উঠে আসা মতামতের বিশ্বাসযোগ্যতা নেই বিশ্বের কাছে। আন্তর্জাতিক চলচ্চিত্রে ভারতীয় সিনেমা নিয়ে যে পাঠ পড়ানো হয় তার বিষয়বস্তু বলিউড নয়, বলিউডের বাইরে তৈরি ভারতীয় সিনেমা। সত্যজিৎ রায়, কে আসিফকেই ভারতীয় সিনেমার মুখ হিসেবে দেখেছি, এর বাইরে গিয়ে ভাবাটাও কঠিন ছিল। আসলে আমরা ভারতীয় দর্শকরা কখনোই বিবর্তিত হই না। ’

দীর্ঘ পোস্টে বাবিল আরও লেখেন, ‘আমার বাবা সব সিনেমাতেই অভিনয়কে শিল্প হিসেবে তুলে ধরতে চাইতেন। কিন্তু দুর্ভাগ্যবশত বক্স অফিসে তার সিনেমাগুলো সিক্স প্যাক অ্যাবসওয়ালা নায়কদের কাছে হেরে যেত। কারণ এখানে নাটকীয় লাইনের ডায়ালগ, অশোভন যৌনতা, ফটোশপ করা আইটেম গানসহ পুরনো সেই অবাস্তব জিনিসপত্রই চলত। আর বক্স অফিসে যারা জয়ী হন, তাদের কাছেই বেশিরভাগ সিনেমা চলে যায়। কারণ, দর্শক এটাই পছন্দ করে। তবে বর্তমানে সিনেমার দুনিয়ায় একটা পরিবর্তন আসছে। নতুন প্রজন্ম সিনেমার ক্ষেত্রে নতুন অর্থ খুঁজছে আর এই তৃষ্ণাকে কখনোই দমন করা উচিত নয়। একটা সময় কলকি ছোট করে চুল কেটেছিল বলে সমালোচিত হয়েছিল। এভাবে সম্ভাবনাকে কখনোই রদ করা উচিত নয়। ’

বাবিলের কথায়, ‘সুশান্তের মৃত্যু এখন রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। যদি কোনও ইতিবাচক পরিবর্তন আসে তাহলে সেটা সাদরে গ্রহণ করবো। ’

এর আগেও সুশান্ত সিং রাজপুতকে নিয়ে মুখ খুলেছিলেন ইরফান খানের ছেলে বাবিল খান। বাবিল লিখেছিলেন, ‘কোয়ান্টাম ফিজিক্স বোঝে, কবিতা পড়ে, জৈব চাষ সমর্থন করে, বাচ্চাদের নাসায় পাঠাতে চায়, জ্যোতির্বিদ্যায় গভীর অনুরাগী, দরকারে হাত খুলে দান করে এবং যোগ আর অধ্যাত্মবাদেও সমান আগ্রহী এমন প্রতিভা বলিউড সিনেমার জগতে সত্যিই বিরল। ’

প্রসঙ্গত, ইরফান খান ও সুতপা শিকদারের ছেলে বাবিল খান এখন লন্ডনের একটি ফিল্ম স্কুলে সিনেমা নিয়েই পড়াশোনা করছেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।