সোমবার (১৩ জুলাই) সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলম স্বাক্ষরিত চিঠিটি জায়েদ খানের প্রযোজনা প্রতিষ্ঠান জেড. কে মুভিজের কার্যালয়ে পাঠানো হলে সেখানে উপস্থিতি এক কর্মকর্তা তা গ্রহণ করেন।
চিঠিতে জায়েদ খানকে বলা হয়, ‘চলচ্চিত্রের উন্নয়ন ও নির্মাণ ব্যয় কমানোর লক্ষ্যে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠন একত্রিত হয়ে নীতিমালা প্রণয়ন করে।
জায়েদ খানের বিরুদ্ধে সমিতির সংঘবিধি মোতাবেক কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে লিখিতভাবে সমিতির পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
২০১৭ সালে জায়েদ খানের প্রযোজনা প্রতিষ্ঠান জেড. কে. মুভিজের ব্যানারে মুক্তি পায় একমাত্র সিনেমা ‘অন্তর জ্বালা’। একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘টেনশন’ নামে আরেকটি সিনেমা নির্মাণের ঘোষণা এলেও তা আর শুটিং ফ্লোরে গড়ায়নি।
প্রযোজক সমিতির সাধারণ সদস্য হাওয়ার পাশাপাশি জায়েদ খান বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
জেআইএম