ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনা আক্রান্ত নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
করোনা আক্রান্ত নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নাটক ও চলচ্চিত্র পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। তবে শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো থাকায় বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি। 

মাসুদ হাসান উজ্জ্বল নিজেই বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুরুতে আমার নিউমোনিয়া ধরা পড়ে।

এরপর ৫ জুলাই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেই। চিকিৎসকের পরামর্শে টেস্ট করালে পরদিন জানতে পারি কোভিড-১৯ পজিটিভ। আমার ফুসফুসে একটা সার্জারি আছে। যার কারণে একটু চিন্তিত ছিলাম। তবে একদিনের বেশি হাসপাতালে থাকতে হয়নি।
  
মাসুদ হাসান উজ্জ্বল আরো বলেন, এখন বাসায় আইসোলেশনে রয়েছি। শারীরিকভাবে আমি সুস্থ হাওয়ার দিকে। বৃহস্পতিবার (১৬ জুলাই) আবার কোভিড-১৯ টেস্ট করাবো। ইনশাআল্লাহ আশা করছি রিপোর্ট নেগেটিভ আসবে। সবার কাছে দোয়া চাইছি।

উজ্জ্বল আক্রান্ত হলেও তার পরিবারের অন্য সদস্যরা সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।  

নাটকের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। তার ‘ঊনপঞ্চাশ বাতাস’ নামের চলচ্চিত্রটি গত ১৩ মার্চ মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার প্রাদুর্ভাবের কারণে এটি মুক্তি পায়নি।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।