ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আমাদের ভালোবাসা আগের মতোই রয়েছে: ফারুকী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
আমাদের ভালোবাসা আগের মতোই রয়েছে: ফারুকী

২০১০ সালের ১৬ জুলাই বিবাহ-বন্ধনে আবদ্ধ হন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বৃহস্পতিবার (১৬ জুলাই) তাদের বিয়ের এক দশক পূর্ণ হলো। বিয়ে বার্ষিকীর বিশেষ এই দিনটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন এ দম্পতি।

বিয়ের এই দিনটিকে ঘিরে ফেসবুকে নিজের আবেগ মেশানো মজার কিছু তথ্য শেয়ার করেছেন ‘ডুব’ খ্যাত নির্মাতা ফারুকী।

ফারুকী-তিশাসেখানে তিনি লেখেন, ‘দশ বছরে অনেক কিছু বদলে গেছে।

আমার দাড়ি ধুসর হয়েছে। লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছে। করোনা এসেছে। অনেক কিছু বদলেছে। কিন্ত আমাদের ভালোবাসা আগের মতোই রয়েছে। ’

ফারুকীর এই পোস্টের নিচে ভরে গেছে শুভকামনা আর শুভেচ্ছাবার্তায়। তাদের সুদীর্ঘ সাফল্য কামনা করেছেন ভক্ত-অনুরগীরা। নির্মাতা অনেকের শুভেচ্ছাবার্তার জবাবও দিয়েছেন।

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘পারাপার’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমায় কাজ করতে গিয়ে তিশার সঙ্গে চেনাজানা শুরু। ‘সিক্সটি নাইন’ নাটক করতে গিয়ে ভালো বন্ধুত্ব তৈরি হয়। বন্ধুত্ব থেকে প্রেম। দীর্ঘ দিনের সে প্রেম ২০১০ সালে পরিণতি পায় বিয়েতে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।