জিম ক্যারির সহকারী যখন আরও বলেন, তিনি নিজে দ্বীপ থেকে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি, তখন মিসাইল হামলার সম্ভাব্য ঘটনার বিশ্বাসযোগ্যতা আরও বেড়ে গেল।
সহকারীর এই বার্তা মোটেও অবিশ্বাস করার সুযোগ ছিল না জনপ্রিয় অভিনেতার।
‘ডাম্ব অ্যান্ড ডাম্বলার’খ্যাত অভিনেতা জানান, মৃত্যু অবধারিত ভেবে তিনি তখন মহাসাগরের দিকে তাকিয়ে ছিলেন। সেসঙ্গে তার জীবনে সেরা যা কিছু ঘটেছে সেসব ভাবতে থাকেন। এজন্য তিনি নিজেকে কৃতজ্ঞ অনুভব করেন। তবে সৌভাগ্যক্রমে তার অন্তিম চিন্তা-ভাবনা সেখানেই শেষ হয়নি। বেঁচে গিয়েছিলেন তিনি। কারণ, খবরটা ভূয়া ছিল।
জিম ক্যারিকে সবশেষ দেখা গেছে ‘সনিক দ্য হেজহগ’ সিনেমায়, যেখানে তিনি একজন পাগলা বিজ্ঞানী ড. রোবোটনিক চরিত্রে অভিনয় করেন। আর তার চরিত্রটিই সিনেমায় উজ্জ্বল ছিল।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
এমকেআর