ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এইদিন’।
০৪ এপ্রিল ২০২০, শনিবার। ২১ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এইদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১৯৭৯- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভূট্টোর ফাঁসি কার্যকর হয়।
জন্ম
১৯৬৫- রবার্ট ডাউনি জুনিয়র, মার্কিন অভিনেতা।
১৯৭৯– হিথ লেজার, অস্ট্রেলিয়ান অভিনেতা।
তিনি ২০০৮ সালে মুক্তি পাওয়া ক্রিস্টোফার নোলান পরিচালিত হলিউড মুভি ‘দ্য ডার্ক নাইট’-এ জোকারের চরিত্রে অভিনয়ের মাধ্যমে মরণোত্তর শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার, বাফটা পুরস্কার, লস অ্যাঞ্জেলেস ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন পুরস্কার ও অস্ট্রেলিয়ান ফিল্ম ইনস্টিটিউট থেকে সেরা আন্তর্জাতিক অভিনেতার খ্যাতি অর্জন করেন।
মৃত্যু
১৯৩২- উইলহেম অসওয়াল্ড, নোবেল বিজয়ী জার্মান রসায়নবিদ।
১৯৩৯- গাজি বিন ফয়সাল, ইরাকের দ্বিতীয় বাদশাহ।
১৯৪০- অমূল্যচরণ বিদ্যাভূষণ, বাঙালি সম্পাদক, শিক্ষক ও পণ্ডিত ব্যাক্তিত্ব।
১৯৬৮- মার্টিন লুথার কিং, বিখ্যাত আফ্রিকান-আমেরিকান মানবাধিকারকর্মী।
১৯২৯ সালের ১৫ জানুয়ারি জর্জিয়ার জন্মগ্রহণ করেন তিনি। মহান এই নেতা আফ্র-আমেরিকানদের নাগরিক অধিকার রক্ষায় কাজ করেছেন। ১৯৬৩ সালে ওয়াশিংটন অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে তার ঐতিহাসিক ভাষণের শিরোনাম ছিল ‘আই হ্যাভ এ ড্রিম’। যুক্তরাষ্ট্রে নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠায় অহিংস আন্দোলনের জন্য ১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন তিনি। নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত কৃষ্ণাঙ্গদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ। ১৯৬৮ সালের ৪ এপ্রিল আর্ল রে নামের শ্বেতাঙ্গ উগ্রপন্থী যুবকের হাতে গুলিবিদ্ধ হয়ে মার্টিন লুথার কিং মৃত্যুবরণ করেন।
১৯৭১- যোগেশচন্দ্র ঘোষ, প্রখ্যাত আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ এবং শিক্ষাবিদ। তিনি সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতা।
১৯৯০- মোহাম্মদ জাকারিয়া, শক্তিমান বাঙালি অভিনেতা ও টেলিভিশন প্রযোজক।
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
টিএ/এএ