ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকে মুক্তামনির খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
ঢামেকে মুক্তামনির খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিরল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মুক্তামনির খোঁজ-খবর নিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল ৪টা ২২ মিনিটে তিনি  ঢামেকে যান ও এবং তার চিকিৎমার খোঁজ-খবর নেন।

মন্ত্রী বের হয়ে যাওয়ার সময় মন্ত্রীর কাছে দোয়া চান মুক্তামনি।

মন্ত্রী বলেন, তোমার জন্য সারা দেশবাসী দোয়া করছে, তুমি সুস্থ হয়ে উঠবে।  

মন্ত্রী সাংবাদিকদের বলেন, বিরল রোগে আক্রান্ত মুক্তামনি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আসায় তার চিকিৎসার জন্য জরুরি নির্দেশনা দেন। তার নির্দেশনা মতো স্বাস্থ্য মন্ত্রণালয় তার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে।

মন্ত্রী বলেন, চিকিৎসকরা যেভাবে বৃক্ষমানব আবুল বাজনাদারকে সুস্থ করে তুলছেন ঠিক তেমনিভাবে মুক্তামনিকেও সুস্থ করে তুলবেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চিকুনগুনিয়া সম্পর্কে আমি সব জায়গায় কথা বলছি। সিটি করপোরেশনকে তাগাদা দেওয়ার তারাও কাজ করছেন। আশা করছি এডিস মশা মোটামুটি নিয়ন্ত্রণে আসছে।

মন্ত্রী আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিতাকুণ্ডের গহীন পাহাড়ে ‍অজ্ঞাত রোগে আক্রান্ত হওয়া শিশুদের কেন কবিরাজের কাছে নেওয়া হয়। আমি ওইখানকার সিভিল সার্জনকে বলেছি শিশুদের চিকিৎসার ব্যবস্থা করতে। তিনি চিকিৎসার ব্যবস্থাও করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন- ঢামেক পরিচালক ব্রি. জেনারেল মিজানুর রহমান ও বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. শামন্ত লাল সেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
এজেডএস/বিএস    

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।