ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু নির্মূলে দোষারোপের সংস্কৃতি বর্জনের আহ্বান টিটুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
ডেঙ্গু নির্মূলে দোষারোপের সংস্কৃতি বর্জনের আহ্বান টিটুর

ময়মনসিংহ: ডেঙ্গু নির্মূলে দোষারোপের সংস্কৃতি বর্জন করে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ২ নম্বর গ্যালারিতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ময়মনসিংহের আয়োজনে ডেঙ্গুজ্বর প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।  

ইকরামুল হক টিটু বলেন, ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বিভাগ ও সিটি করপোরেশন ঈদের দিনেও মানুষের সেবায় কাজ করার চেষ্টা করেছে।

প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।  

‘দিনে-রাতে মশারি টাঙিয়ে ঘুমানোর অভ্যাস করতে হবে। স্বচ্ছ পানি, বাসাবাড়ির আঙিনা, ছাদের টব ইত্যাদি স্থানে এডিস মশা জন্ম নেয়। তাই এগুলোকে নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে। ’ 

স্বাচিপ ময়মনসিংহের সহ-সভাপতি ডা. এ এফ এম রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভার উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডা. আনোয়ার হোসেন, ডা. এইচএ গোলন্দাজ তারা প্রমুখ।

ডেঙ্গুর ভাইরাসবাহী মশা মারতে সারা বছরই কাজ চালাবে সিটি করপোরেশন, এমনটি জানিয়ে মেয়র ইকরামুল হক টিটু বলেন, ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সরকার ও সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও এডিস মশা নিধনে সম্মিলিতভাবে কাজ করতে হবে।  

নগরীতে খাল দখল করে যারা বাড়ি নির্মাণ করেছেন, তাদের বিরুদ্ধে ময়মনসিংহ সিটি করপোরেশন কঠোর হবে জানিয়ে মেয়র বলেন, তাদের বাড়ি ভেঙে দেওয়া হবে। এছাড়া যারা কার পার্কিংয়ের জন্য ভবন অনুমোদন নিয়েও কার পার্কিংয়ের ব্যবস্থা রাখেননি, তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।

বাংলাদেশ সময় ১৭০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯ 
এমএএএম /এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।