মঙ্গলবার (২১ আগস্ট) জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মুম্বাইয়ে ভারতের বাজারের জন্য ফোন দু’টি উন্মুক্ত করে অপো। দ্রুত চার্জিং সুবিধার পাশাপাশি স্মার্টফোন দু’টিতে ওয়াটারড্রপ স্ক্রিন ডিজাইন ও অর্কষণীয় রং ব্যবহার করা হয়েছে।
৬.৩ ইঞ্চি পর্দার অপো এফ৯ এবং এফ৯ প্রো’তে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি ডিসপ্লে। মিডিয়াটেক পি৬০ প্রসেসরের এফ৯ প্রো’র ৬ গিগাবাইট র্যামের সঙ্গে রয়েছে ৬৪ গিগাবাইট স্টোরেজ। আর এফ৯’র ৪ গিগাবাইট র্যামের সঙ্গে রয়েছে ৬৪ গিগাবাইট স্টোরেজ।
এফ৯ প্রো-তে ব্যবহার করা হয়েছে ১৬ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। আর ফ্রন্ট ক্যামেরা ২৫ মেগাপিক্সেলের। অন্যদিকে এফ৯ সেটটিতে সেলফিতে ব্যবহার করা হয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
হ্যান্ডসেট দু’টির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ৮.১ অরিও। আর ব্যাটারির ধারণক্ষমতা ৩ হাজার ৫শ’ অ্যাম্পিয়ার।
সানরাইজ রেড, টোয়ালাইট ব্লু ও স্ট্যারি পার্পেল রংয়ের অপো এফ৯ প্রো’র ভারতের বাজারের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ৯৯০ রূপি। আর অপো৯’র মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৯৯০ রূপি।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
জেডএস