ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী টেরিজার শুভেচ্ছা যাচ্ছে নায়িকা তেরেসার কাছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
প্রধানমন্ত্রী টেরিজার শুভেচ্ছা যাচ্ছে নায়িকা তেরেসার কাছে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া টেরিজা মে এবং অভিনেত্রী-মডেল তেরেসা মে

ঢাকা: প্রধানমন্ত্রী হচ্ছেন একজন আর শুভেচ্ছা পাচ্ছেন আরেকজন, এমন হলে কেমন হয়! ঠিক ঘটছেই তাই। একের পর এক শুভ কামনা, শুভেচ্ছা বার্তায় সিক্ত হচ্ছেন তিনি।

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন টেরিজা মে, কিন্তু সব আলো অভিনেত্রী-মডেল তেরেসা মের দিকে। তিনিই একের পর এক ভালোবাসায় সিক্ত হচ্ছেন, তবে এতে আপ্লুত নন বরং বিরক্ত! নামের এই মিলের কারণে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম সাইট টুইটার, ফেসবুক, মেইলে একের পর এক শুভেচ্ছা পাচ্ছেন অভিনেত্রী তেরেসা। আর যারা এমন করছেন তাদের সবাইকে তিনি জবাব দিচ্ছেন কড়া করেই, ‘আমি অভিনেত্রী-মডেল, প্রধানমন্ত্রী নই। দুই নামও যে এক তা নয়, রয়েছে এইচের (h) পার্থক্য’।

তবে কে বোঝে কার কথা- অভিনন্দন বার্তা আসছেই, এখনও আসছে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।