ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাইলটের ভুল বা যান্ত্রিক ক্রুটিতে রুশ প্লেনটি বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
পাইলটের ভুল বা যান্ত্রিক ক্রুটিতে রুশ প্লেনটি বিধ্বস্ত বিধ্বস্ত প্লেনের খোঁজে অভিযান

সন্ত্রাসী হামলাসহ সামরিক প্লেনটি বিধ্বস্তের পেছনে সম্ভাব্য কোনো কারণই বাদ দেয়নি রুশ কর্তৃপক্ষ। তবে সবকিছু ছাপিয়ে সবশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পাইলটের ভুল বা যান্ত্রিক ত্রুটির বিষয়টি।

ঢাকা: সন্ত্রাসী হামলাসহ সামরিক প্লেনটি বিধ্বস্তের পেছনে সম্ভাব্য কোনো কারণই বাদ দেয়নি রুশ কর্তৃপক্ষ। তবে সবকিছু ছাপিয়ে সবশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পাইলটের ভুল বা যান্ত্রিক ত্রুটির বিষয়টি।

সোমবার (২৬ ডিসেম্বর) দেশটির পরিবহন মন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

রোববার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে উড্ডয়নের পরপরই টিইউ-১৫৪ মডেলের প্লেনটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে কর্তৃপক্ষ জানায়, ৯২ জন আরোহী নিয়ে রাশিয়ার টিইউ-১৫৪ সামরিক প্লেনটি দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার এলাকার কাছে কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়েছে। এর কোনো আরোহী বেঁচে নেই।

বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিখোঁজ আরোহীদের অনুসন্ধানে উদ্ধার জাহাজ বহর, প্লেন ও হেলিকক্টার নিয়ে অভিযান অব্যাহত রয়েছে। জাহাজগুলোতে ৩ হাজারের বেশি উদ্ধারকর্মী উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছেন। ইতোমধ্যে দেশটির সোচি শহরের কাছে কৃষ্ণসাগর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।