ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়াশিংটনে ট্রাম্পবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
ওয়াশিংটনে ট্রাম্পবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ওয়াশিংটনে ট্রাম্পবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ঢাকা: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ট্রাম্পবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে বলে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়।

একদিকে ক্যাপিটল হিলে দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রস্তুতি চলে।

অন্যদিকে, শপথগ্রহণ অনুষ্ঠান অভিমুখে ট্রাম্পবিরোধীরা আসতে শুরু করলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে ট্রাম্পবিরোধীদের সংঘর্ষ হয়।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।