শুক্রবার (২০ জানুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে ওয়াশিংটনের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে প্রধান বিচারপতির কাছে ৩৫ শব্দের শপথবাক্য পাঠ করেন ট্রাম্প। এরপর উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন।
ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেলকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা দায়িত্ব হস্তান্তরে তাদের মহত্বের পরিচয় দিয়েছেন। ট্রাম্প বলেন, আমরা আমেরিকার জনগণরা দেশকে পুনর্গঠনে এক মহান জাতীয় প্রচেষ্টায় যোগ দিয়েছি। আমরা আমেরিকা ও বিশ্বের দীর্ঘস্থায়ী পথচলা নির্ধারণ করবো।
তিনি জনতার উদ্দেশে বলেন, আজ তোমাদের দিন। এই উৎসব তোমাদেরই। এই আমেরিকা তোমাদের, এই দেশ তোমাদের। আমরা জনগণের হাতে সেই ক্ষমতা ফিরিয়ে দেবো, যে ক্ষমতা এতোদিন ওয়াশিংটন ডিসির হাতে ছিল।
সামনে বাধা-বিপত্তি মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়ে ট্রাম্প বলেন, আমরা হয়তো বাধার সম্মুখীন হবো, বন্ধুর পথে পড়তে হবে, কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছাবোই।
এই অনুষ্ঠানে শপথ পড়েন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও।
বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এইচএ/
আরও পড়ুন
** মি. প্রেসিডেন্ট ট্রাম্প, ৩৫ শব্দে শপথ পাঠ
** তারকাদের পদচারণায় উৎসবমুখর ক্যাপিটল হিল
** ওয়াশিংটনে ট্রাম্পবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
** ক্যাপিটল হিলে ওবামা-ট্রাম্প-বাইডেন-পেন্সরা
** তারকাদের পদচারণায় উৎসবমুখর ক্যাপিটল হিল
** ক্যাপিটল হিলে যাচ্ছেন ট্রাম্প-পেন্স, যাচ্ছেন ওবামা-বাইডেনও
** ওবামা-মিশেলের সঙ্গে প্রাতঃরাশে হোয়াইট হাউসে ট্রাম্প-মেলানিয়া
** শেষবারের মতো ওভাল অফিস ছাড়লেন ওবামা
** শপথবাক্য পাঠের আগে চার্চে ট্রাম্প
** শপথ দিনে ট্রাম্পের সারাদিন
** শপথবাক্য পাঠের আগে চার্চে ট্রাম্প
** ট্রাম্পের শপথানুষ্ঠানের টুকিটাকি
** বিদায় বেলায় ওবামাকে জড়িয়ে কাঁদলেন কর্মীরা
**নো ওবামা, নো ক্রাই
**‘আমি কথা দিচ্ছি তোমাদের, পরিবর্তন আসছে’
**ট্রাম্পের শপথের ডামাডোলে লম্বা বর্জনের মিছিলও