দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহ পর পাঠানো এই চিঠিকে ‘অভিনন্দন পত্র’ বলা হচ্ছে। যাতে ট্রাম্প আশা প্রকাশ করেছেন দুই দেশের মধ্যে গঠনমূলক সম্পর্ক গড়ে উঠবে।
হোয়াইট হাউজ থেকে বলা হচ্ছে, ট্রাম্পের অবস্থান এখন চীনের প্রেসিডেন্টের সঙ্গে একত্রে কাজ করার। একটি গঠনমূলক সম্পর্কের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-চীন বন্ধুত্ব লাভজনক হবে বলে মনে করা হচ্ছে।
চিঠিতে ট্রাম্প আশা প্রকাশ করেছেন, চীনের নিজস্ব নতুন বছর সমৃদ্ধ হোক, তাদের জনগণের মধ্যে শান্তি নেমে আসুক।
এদিকে, সাম্প্রতিক সময়ে দক্ষিণ চীন সাগরে প্রভাব বিস্তার নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব গভীরই বলা চলে। ডোনাল্ড ট্রাম্পের মনোনীত পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের হুমকির জবাবে চীনে রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকাগুলোতে এ বিষয়ে (দক্ষিণ চীন সাগর নিয়ে) পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়। ইতোপূর্বে ওবামা প্রশাসনও সেই সাগের কৃত্রিম দ্বীপ তৈরির বিরুদ্ধে এশিয়ার শীর্ষ শক্তির এই দেশকে হুঁশিয়ার করে।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আইএ