ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে মিললো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘অবিস্ফোরিত’ বোমা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
যুক্তরাজ্যে মিললো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘অবিস্ফোরিত’ বোমা সন্ধান পাওয়া বোমা-সংগৃহীত

যুক্তরাজ্যের পোর্টসমাউথ বন্দরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি বোমার সন্ধানের খবর পাওয়া গেছে। বোমাটিতে প্রায় ১৩২ কেজি ‘উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক’ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ড্রেজিংয়ের সময় বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে বোমাটির সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে রয়্যাল নেভি, যা ‘মারাত্মক হুমকি’ বলে উল্লেখ করা হয়েছে।  

এদিকে বোমা সন্ধানের খবরে পোর্টসমাউথ বন্দরে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বন্ধ রয়েছে বাস ও ট্রেন চলাচল। ঘটনাস্থলের উদ্দেশে একটি বিশেষায়িত দল রওনা হয়েছে।

সন্ধান পাওয়া বোমাটি জার্মান এসসি২৫০ মডেলের, যার ওজন ২২৬ কেজির বেশি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ