ধসে ৩০টির বেশি অস্থায়ী বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায় বলে জানিয়েছেন শহরের কমিউনিকেশন ব্যুরোর প্রধান ডাগমাউইট মোজেস।
তিনি বলেন, উদ্ধারকাজ চলছে, আরো মৃতদেহ পাওয়া যেতে পারে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে আর্ন্তজাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ধসের সময় ওই এলাকায় ১৫০ জনের মতো মানুষ ছিলো।
৫০ বছরের বেশি সময় ধরে পুরোনো এ ডাম্পিং স্টেশনটিতে ইথিওপিয়ার রাজধানী ও দেশটির সবচেয়ে বড় শহর আদিস আবাবা’র ৪০ লাখ বাসিন্দার আবর্জনা ডাম্পিং করা হয়।
প্রতিদিন প্রায় ৫শ’ এর মতো বর্জ্য সংগ্রাহক এ ডাম্পিং স্টেশনটিতে কাজ করেন। বছরে ৩ লাখ টনের মতো বর্জ্য ফেলা হয় এখানে। ২০১০ সাল থেকে এই জায়গাটিকে শহরের কর্মকর্তারা আবর্জনা ফেলার অনুপোযোগী বলে ঘোষণা করেছিলো।
বাংলাদেশ সময়: ০৮১৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এমইউএম/এসএইচ