ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডন হামলায় নিহতের সংখ্যা কমিয়ে ৩ বলছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
লন্ডন হামলায় নিহতের সংখ্যা কমিয়ে ৩ বলছে পুলিশ হামলায় আহত এক নারী

ব্রিটেনের পার্লামেন্টের সভাস্থল ওয়েস্টমিনস্টার প্যালেসে ‘সন্ত্রাসী’ হামলার ঘটনায় নিহতের সংখ্যা কমিয়ে ৩ জনের কথা বলছে পুলিশ। প্রাথমিক ওই হামলার ঘটনায় এক নারী নিহতের খবর জানানো হয়। পরবর্তীতে সে সংখ্যা ৪ থেকে ৫ জনে পৌঁছানোর খবরও প্রকাশ হয়।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার মার্ক রাওলি জানান, নিহতদের মধ্যে হামলাকারী ছাড়া অপর তিনজনের একজন নারী, একজন পুলিশ কর্মকর্তা ও পথচারী।  

এদিকে নিহত ওই নারীর নাম আয়শা ফ্রেড (৪৩) বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

দুই সন্তানের জননী আয়শা ঘটনার সময় সন্তানদের স্কুল থেকে আনতে যাচ্ছিলেন।

হামলাকারীর ছুরিকাঘাতে নিহত পুলিশ কর্মকর্তার নাম কেইথ পামার (৪৮) জানা গেছে। এক সন্তানের বাবা কেইথ ১৫ বছর ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন।

তবে এখন পর্যন্ত হামলাকারীর নাম-পরিচয় জানায়নি কর্তৃপক্ষ। জানা যায়নি অপর নিহতের পরিচয়ও।

অন্যদিকে হামলার ঘটনায় জড়িত সন্দেহে সাত জনকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ।  তবে তাদের জাতীয়তা জানা যায়নি। হামলার ঘটনার পর ‍রাতভর লন্ডনের ছয়টি এলাকায় অভিযান চালিয়ে ওই সাত জনকে আটক করা হয়।

স্থানীয় সময় বুধবার (২২ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে লন্ডনে পার্লামেন্টের সভাস্থল ওয়েস্টমিনস্টার প্যালেসের কাছে ওয়েস্টমিনস্টার ব্রিজে এ হামলার সূত্রপাত হয়। এটিকে ‘সন্ত্রাসী ঘটনা’ হিসেবে উল্লেখ করছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা/আপডেট: ১৪৪৮ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।