ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় স্টেশনে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
রাশিয়ায় স্টেশনে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ সম্ভাব্য হামলাকারী

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের একটি মেট্রো স্টেশনে দু’দফা বিস্ফোরণের জড়িত এক সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। প্রকাশিত ছবির ওই ব্যক্তিকে সম্ভাব্য হামলাকারী হিসেবে ধারণা করা হচ্ছে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, কালো রংয়ের পোশাক পরিহিত ওই ব্যক্তির মুখ ভর্তি দাঁড়ি, মাথায় লম্বা হ্যাট।  

সোমবার (৩ এপ্রিল) রাশিয়ার দ্বিতীয় প্রধান শহরটির সেন্নায় পোলশাদ স্টেশনের একটি সাবওয়ে কারে এ বিস্ফোরণ হয়।

বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধ-শতাধিক লোক।

খবর পেয়েই ৮টি অ্যাম্বুলেন্স তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। হামলার পর সেন্নায় পোলশাদসহ আটটি স্টেশনে কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।