ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রোহিঙ্গাদের হত্যা-নির্যাতন ‘অগ্রহণযোগ্য’, বললেন টিলারসন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
রোহিঙ্গাদের হত্যা-নির্যাতন ‘অগ্রহণযোগ্য’, বললেন টিলারসন বক্তব্যে রেক্স টিলারসন, ডানে অগ্নিসংযোগের ছবি

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

তিনি সরকারি বাহিনীর দ্বারা সাধারণ রোহিঙ্গাদের হত্যাসহ সব ধরনের অপরাধের নিন্দা জানিয়েছেন।

ব্রিটিশ সময় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে এক বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি ব্রিটিশ কনজারভেটিভ পার্টির নেতা বরিস জনসনের সঙ্গে আলাপ করছিলেন।

টিলারসন বলেন, আমাদের অং সান সু চির নেতৃত্বকে সমর্থন করতে হবে। কিন্তু এটাও সত্য যে সহিংসতা চলছে। দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই সেনাবাহিনীর এই অভিযান অগ্রহণযোগ্য।  

তিনি বলেন, সহিংসতা বন্ধ করতে হবে। নিপীড়ন বন্ধ করতে হবে। এমন আর চলতে দেওয়া যায় না।

তিনিও এও উল্লেখ করেন, উদীয়মান গণতান্ত্রিক দেশ হিসেবে মিয়ানমার আরও এগিয়ে যাবে। এই কঠিন ও জটিল পরিস্থিতির উন্নয়ন ঘটবে।  

দেশটিতে অব্যাহত অগ্নিসংযোগ, হত্যা, ধর্ষণের জেরে লাখ লাখ রোহিঙ্গা পাশের দেশ বাংলাদেশে পালিয়ে অবস্থান নিয়েছেন। তাদের সংখ্যা চার লাখের ওপর, বেসরকারিভাবে এই সংখ্যা লাখ পাঁচেক ছাড়িয়েছে। এখন পর্যন্ত সেখানে তিন হাজারের বেশি মানুষকে হত্যার খবর মিলেছে, এই সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

মিয়ানমার সরকার বলছে, এখন পর্যন্ত রাজ্যের অন্তত ৩০ থেকে ৪০ শতাংশ গ্রাম পুরোই খালি হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭/আপডেট ১২০৬ ঘণ্টা
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।