মঙ্গলবার (১০ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
মুকুল রায় জানান, এ সপ্তাহেই তিনি পদত্যাগপত্র জমা দেবেন।
পঞ্চমীতে তৃণমূল ছাড়ার কথা সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দেন মুকুল রায়। এর কিছুক্ষণ পরই তাকে দল থেকে ছয় বছরের জন্য বরখাস্ত করে তৃণমূল।
শারদীয় উত্সবের সময় নতুন ‘মাত্রা’ দেয় মমতার তৃণমূল-মুকুল দ্বন্দ্ব। কেননা এরমধ্যে তা প্রকাশ্যে আসে। তবে সম্পর্কের অবনতি কয়েক মাস ধরেই চলছিল বলে খবরে বলা হয়েছে।
এদিকে তৃণমূলের সঙ্গে দূরত্ব আর পদত্যাগ নিয়ে রাজ্যের রাজনৈতিক মাঠে চলছে তুমুল আলোচনা। মুকুল কী বিজেপিতে-ই তরী ভেরাচ্ছেন নাকি নতুন কোনো দল নিয়ে আসছেন। সে অপেক্ষা এখনও রয়েই গেছে।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
এমএ/