ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তাজমহলকে ‘সম্মান’ দিলেন সেই আদিত্যনাথ, যাবেন ভ্রমণেও

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
তাজমহলকে ‘সম্মান’ দিলেন সেই আদিত্যনাথ, যাবেন ভ্রমণেও তাজমহল, ছবি: আসিফ আজিজ

ভারতের আগ্রায় অবস্থিত রাজকীয় সমাধি, বিশ্বের আশ্চর্য তাজমহলকে নিয়ে সৃষ্ট উত্তেজনায় পানি ঢালার চেষ্টা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এর আগে তিনিই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত পর্যটন বিষয়ক পুস্তিকায় এই ঐতিহাসিক স্থাপনার নাম বাদ দিয়েছিলেন। সরকারের বাজেট থেকেও নাম কেটেছিলেন মুঘল এই স্থাপনার।

যোগী আদিত্যনাথ এবার বলেছেন, ভারতীয়দের রক্তে-ঘামে তৈরি তাজমহল। মুঘল স্মৃতিসৌধ তাজমহল সন্দেহাতীতভাবে ভারতের।

তিনি আরও বলেন, এটি কে, কেন বানিয়েছে তা বড় কথা নয়। এটি তৈরি হয়েছে ভারতীয় শ্রমিকদের রক্ত-ঘামে। যোগী আদিত্যনাথ

উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) তিনি আগ্রা যাচ্ছেন। সেসময় তাজমহল ও শহরের অন্যান্য সৌধ ঘুরে দেখবেন।

আদিত্যনাথ জানিয়েছেন, এই স্থাপনা তার সরকারের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে পর্যটন খাতে অবদান প্রচুর। সেখানে পর্যটকদের জন্য সবরকম সুবিধা ও নিরাপত্তা দেওয়া তাদের অগ্রাধিকারে রয়েছে।

যদিও এর আগে তিনি তাহমহল ভারতীয় ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে না বলে মন্তব্য করেছিলেন। সেখান থেকেই মূলত বিতর্কের সূত্রপাত।

সোমবারই (১৬ অক্টোবর) তাজমহলকে দেশের কলঙ্ক বলে দাবি করেন বিজেপি বিধায়ক সংগীত সোম। এই বিধায়ক বলেন, বিশ্বাসঘাতকের নির্মিত তাজমহল ভারতীয় সংস্কৃতির জন্য লজ্জার।

জবাবে সমাজবাদী পার্টির মুখপাত্র সিপি রাই বলেছেন, বিজেপি ঘৃণা ছড়াচ্ছে। ইতিহাস বদলানো যায় না। ইতিহাস থেকেই মানুষের শিক্ষা, তা ভালো হোক কিংবা খারাপ। যাদের মানসিকতা অত্যন্ত ক্ষুদ্র, তারাই এ ধরনের মন্তব্য করে।

তালিকা থেকে বাদ পড়লো তাজমহল
তাজমহল বিশ্বাসঘাতক বানিয়েছে, মন্তব্য বিজেপি বিধায়কের

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।