ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
কাবুলে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৩০

আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে

কাবুল পুলিশের এক জেষ্ঠ্য কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, কাবুলের পশ্চিমাঞ্জলের দাস্ত-ই-বারসি এলাকার ‘ইমাম জামান’ নামে মসজিদে আত্মঘাতী হামলার ঘটনায় ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

গত আগস্টে এ মসজিদেই বন্দুকধারীর হামলার ঘটনা ঘটে। ওই সময় ১৩ জন নিহত হয়। যার দায় পরবর্তীতে স্বীকার করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস।

এছাড়া সেপ্টেম্বরে কাবুলে আরেকটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত ও ১৯ জন আহত হয়।  

জাতিসংঘের দেওয়া এক তথ্যে জানা যায়, চলতি বছর দেশটিতে শিয়া মসজিদ ও ধর্মীয় অনুষ্ঠানে আত্মঘাতী হামলায় অন্তত ৮৪ জন নিহত ও ১৯৪ আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।