স্থানীয় সময় শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে জর্জ টাউনের তানজুং বাংগার লেংকক লেম্বা পারমাই এলাকার একটি কনস্ট্রাকশন সাইটে ভূমিধসের এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পেনাং অগ্নি ও উদ্ধার বিভাগের পরিচালক সাধন মোক্তার জানান, ভূমিধসের ঘটনায় যারা আটকা পড়েছেন তারা ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক।
পেনাং আইল্যান্ড সিটি কাউন্সিল মেয়র দাতুক মাইমুনা বলেছেন, কি কারণে ভূমিধসের ঘটনা ঘটলো তা বুঝতে পারছিনা। গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতও নেই যে ভূমিধস হবে।
এদিকে ভূমিধসের ঘটনার পর উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ওই কনস্ট্রাকশন সাইটের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
জেডএস