ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

টেক্সাসে চার্চে বন্দুকধারীর হামলা, হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
টেক্সাসে চার্চে বন্দুকধারীর হামলা, হতাহতের আশঙ্কা টেক্সাসের চার্চে বন্দুকধারীর হামলা, হতাহতের আশঙ্কা

ঢাকা: টেক্সাসের একটি চার্চে বন্দুকধারীর হামলায় বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিংস’র এটি ফার্স্ট ব্যাপটিস্ট চার্চ।

রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি, সিএনএন- সহ আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর দিয়েছে।

 

এফবিআই সান অ্যান্তোনিও অফিসের মুখপত্র মিচেল লি গণমাধ্যমকে জানিয়েছেন, খবর এফবিআই ঘটনাস্থলে পৌঁছেছে।  

স্থানীয় পুলিশ বলছে, চার্চের ভেতরে একাধিক হতাহত রয়েছে। তবে তার সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এদিকে হামলার পর বন্দুকধারীও গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য প্রার্থনা করি সবাই। আর আইন প্রয়োগকারী সংস্থাকে ধন্যবাদ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। তবে এ বিষয়ে টেক্সাস ডিপার্টমেন্ট থেকে পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।