ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার সামরিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
সিরিয়ার সামরিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার একটি সামরিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। 

সোমবার (৯ এপ্রিল) সকাল থেকে কয়েক ঘণ্টার মধ্যে হোমস শহরের কাছাকাছি তিয়াস বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।  

তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।

 

সিরিয়ার রাজধানী দামেস্ক সংলগ্ন দৌমায় রাসায়নিক হামলার পর বিশ্বমহলে সৃষ্ট প্রতিক্রিয়ায় মধ্যেই ক্ষেপণাস্ত্র হামলাটি চালানো হলো। দৌমার রাসায়নিক হামলায় প্রায় ৭০ জন নিহতের খবর পাওয়া গেছে।  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাসায়নিক হামলায় এক যৌথ বিবৃতিতে হামলার ঘটনায় সমন্বিতভাবে একটি শক্তিশালী যৌথ প্রতিক্রিয়ায়’ প্রতিশ্রুতি দেন।

কিন্তু যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা অস্বীকার করেছেন।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে, এই মুহূর্তে তারা সিরিয়ার কোনো ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করছে না।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।