কিম জং-উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন শুক্রবার (২৭ এপ্রিল) ঐতিহাসিক এক বৈঠকে বসেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দুই দেশের সীমান্তবর্তী গ্রাম পানমুনজমের পিস হাউসে এ বৈঠক চলছে।
সীমান্তের সামরিক সীমারেখায় কিমকে স্বাগত জানায় দক্ষিণ কোরিয়া। সামরিক কায়দায় গার্ড অব অনার দেওয়া হয়েছে তাকে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিক শুরু হওয়ার মধ্য দিয়ে দুই কোরিয়ার পারস্পরিক সম্পর্কে উন্নতি হতে শুরু করে।
বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এমজেএফ